বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

টানা তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজলরেখা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটি। নতুন খবর হল- কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সোমবার থেকে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর।’

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, ‘কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।’

‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।