মঙ্গলবার   ২১ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১৩ জ্বিলকদ ১৪৪৫

শাহ নেওয়াজের শোক প্রকাশ

শিল্পপতি রাশেদ মাকসুদ চৌধুরীর ইন্তেকাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


 
 
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী নেতা এবং বেঙ্গল ফাইন সিরামিক্স-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ চৌধুরী ইন্তেকাল  করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজউন )। গত শনিবার ২০ এপ্রিল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। রোববার ২১ এপ্রিল গুলশান সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
রাশেদ মাকসুদ খান ১৯৯৫ ও ১৯৯৮ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শিল্পপতি রাশেদ মাকসুদ খান বেঙ্গল ফাইন সিরামিকস্ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা, এভারেস্ট ফাইন পোর্সলিন লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ জার্মান ফাইন ফুটওয়্যার লিমিটেডের পরিচালক ছিলেন। তার প্রতিষ্ঠানগুলো সিরামিক উৎপাদন ও রপ্তানি, তৈরি পোশাক এবং পাদুকা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এছাড়া তিনি বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বলেন, ‘বাংলাদেশের ব্যবসা অঙ্গনে অবদানের জন্য ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ চৌধুরী আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন এবং তিনি যেন তাঁর পরিবারকে শোক সহ্য করার শক্তি দান করেন।’