সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

সোসাইটির চেক জালিয়াত মামুন আবু ধরা পড়েছে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:০২ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


 
 
বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াতকারি মামুন আবু অবশেষে ধরা পড়েছে। গত ১৬ এপ্রিল নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডিব্যাংক থেকে মামুন ১ লাখ ৬৫ হাজার ডলার হাতিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাংক কর্মকর্তাদের সর্তকতার কারণে এই অর্থ তুলতে সে ব্যর্থ হয়। তার টাকা তোলার এই প্রয়াসের কথা  ব্যাংক থেকে তড়িৎ গতিতে সোসাইটির কর্মকর্তাদের জানান হয়।   পরিস্থিতি আঁচ করতে পেরে মামুন পালিয়ে যায়। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরায় সব দৃশ্য ধরা পড়ে।
এ ঘটনায় তখন কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোসাইটির পক্ষ থেকে এ ব্যাপাওে মামলা দায়ের করা হয়। প্রায় এক বছর আত্মগোপনে থাকলেও গত ১৬ এপ্রিল মামুন পলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি, চুরি এবং ব্যক্তিগত তথ্য চুরি। তার মামলার শুনানি হবে আগামী ৮ মে।
বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেন সাপ্তাহিক আজকালকে বলেন, ১৬ এপ্রিল মামুন আব কে গ্রেফতারের পর তাকে কোর্টে চালান দেয়া হয়। আদালত তার জামিন মঞ্জুর না করেতাকে কারাগারে প্রেরণ করে। ৮ মে কুইন্স কোর্টে তার মামলার শুনানি অনুষ্ঠিত হবে। তার এই অপকর্মের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা আইনশৃংখলা বাহিনী তা খতিয়ে দেখছে।