মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

লক্ষাধিক কবর নিয়ে চালু হলো ‘বাংলাদেশ সেমিট্রি’

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০০ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার


 
লক্ষাধিক কবর নিয়ে ‘বাংলাদেশ সেমিট্রি’ চালু  ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিল নোয়াখালী সমিতি। গত বুধবার এক সমাবেশে সমিতির কর্মকর্তারা জানান, আপস্টেট নিউইয়র্কের মিডলটাউনে স্থাপিত হয়েছে এই ‘বাংলাদেশ সেমিট্রি ও ফিউনারেল হোম’। পুরো কার্যক্রম শুরু হবে এই সামারেই। ৪০ হাজার কবর প্রাথমিকভাবে প্রস্তুত হচ্ছে। এই সেমিট্রি চালু হলে প্রবাসী বাংলাদেশিদের আর অন্য কোন সেমিট্রিতে যেতে হবে না। সম্পূর্ণভাবে ইসলামী নিয়মকানুন মেনে এই সেমিট্রি পরিচালিত হবে। নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী সমিতির নামে এর যাত্রা শুরু হলেও বাংলাদেশিদের যে কোন সংগঠন ও ব্যক্তি এখানে কবর কিনতে পারবেন।
উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি ইউসুফ জসিম। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন জাহিদ মিন্টু। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুর রব মিয়া, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, মুনা’র নির্বাহী পরিচালক আরমান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা নজির হোসেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, ট্রাস্টি খোকন মোশারফ, সহ-সভাপতি তাজু মিয়া, সাবেক সেক্রেটারি বেলাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, জামাইকা ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ, আসাল’র প্রেসিডেন্ট মাফ মেসবাহউদ্দিন। ড্রামের কাজী ফৌজিয়া, বগুড়া সোসাইটির সভাপতি মহব্বত আলী আকন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, এটর্নি মঈন চৌধুরী, ফকরুল আলম, আতাউর রহমান সেলিম, ফিরোজ আলম, কাজী আজম, মাসুদ রানা তপন, এস উদ্দীন পিন্টু প্রমুখ।  
        

নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডলটাউন এলাকায় ১২৬ একর জুড়ে বাংলাদেশ সেমিট্রিতে ১ লাখের বেশি কবর সংকুলান হবে বলে সভায় জানিয়েছেন প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু। প্রথম পর্যায়ে ৪০ হাজার কবর প্রস্তুত করা হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন মাওলানা জুনায়েদ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মীর্জা আবু জাফর বেগ।