বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

কানের জন্য মাথা ঘোরালে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১১ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

 

মাথা ঘোরানো সমস্যা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয়। কারও কারও ক্ষেত্রে কয়েক দিন বা মাসব্যাপী চলতে থাকে। ফলে চলাফেরার সময় ভারসাম্য না থাকা, হঠাৎ চোখে ঝাপসা দেখা, বমিও হতে পারে। মেডিকেল পরিভাষায় একে ভাটিগো বলে।

কারণ

মাথা ঘোরানোর প্রধান কারণ কানে কোনো সমস্যা থাকলে। কানের একটি কাজ হচ্ছে শ্রবণ যা ককলিয়া দিয়ে নিয়ন্ত্রিত হয়। আরেকটি কাজ হল শরীরের ভারসাম্য রক্ষা করা যা ভেস্টিবুল দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমাদের অন্তঃকর্ণের ৫০ ভাগেরও বেশি অংশজুড়ে থাকে এই বেস্টিবুল। অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মধ্যে চোখ, ঘাড়ের জয়েন্টে সমস্যা থেকেও মাথা ঘুরাতে পারে। মস্তিষ্কের কারণে মাথা ঘোরালে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের দুর্বলতা বা প্যারালাইসিস, চেতনাশক্তি হ্রাস, বুদ্ধিমত্তা কমে যাওয়া ও মাথায় ব্যথা থাকে। মস্তিষ্কের রক্তনালিতে চর্বি জমে রক্তনালি সরু হয়ে রক্ত জমাট বাঁধলে মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে ও মাথা ঘোরায়।

কানের সমস্যা থেকে মাথা ঘোরায় কেন

কানের ভেতর ময়লা জমলে, বহিঃকর্ণে ইনফেকশন হলে, কানে পর্দা না থাকলে, ঘনঘন কান পাকলে, কানের ভেতর পানি জমলে, ঘনঘন সর্দি কাশি হলে, নাকের হাড় বাঁকা থাকলে ও সাইনাসে ইনফেকশন থেকে মাথা ঘোরাতে পারে, চিকেন পক্স ও হাম থেকে কানে ভাইরাল ইনফেকশন থেকেও এ সমস্যা হতে পারে। কানের ভেতর হাড় শক্ত হয়ে যাওয়া ও অন্তঃকর্ণের প্রেসার বেড়ে যাওয়া মাথা ঘোরানোর অন্যতম কারণ। স্টিমিটিল বা সিনারন জাতীয় ট্যাবলেট খেতে পারেন। এরপরও অবস্থার উন্নতি না হলে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন

নাক কান গলা বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, ইমপালস হাসপাতাল, ঢাকা।