পুরুষের স্তন ফোলা ও হৃদরোগ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জনাব আলী, ৫৫ বছর বয়স, গত ৫ মাস ধরে শ্বাসকষ্টে ভুগছেন। একটু পরিশ্রমেই ও সিঁড়ি দিয়ে উঠেলেই শ্বাসকষ্ট শুরু হয়। কখনও কখনও রাতে শোবার পর মাঝরাতে বা ভোররাতে শ্বাসকষ্ট্রে ঘুম ভেঙ্গে যায়।
গত বছর উনার হার্ট অ্যাটাক হয়েছিল, তখন বিশ্রাম নেয়ার পাশাপাশি আলী সাহেবকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পরামর্শ দেয়া হয়েছিল। শ্বাসকষ্টের জন্য ডাক্তারের কাছে গেলে তিনি ইকোকার্ডিওগ্রাম ও রক্তের বিএনপি মাত্রার পরীক্ষ করান। এতে দেখা যায়, হৃৎযন্ত্রের পাম্পিং ক্ষমতা অনেক কমে গেছে। হৃদপিণ্ডের আকার অনেক বড় হয়ে গেছে এবং বিএনপির মাত্রা অনেক বেড়ে গেছে।
ডাক্তার জানালেন, তার হার্ট ফেইলুর রোগ হয়েছে। ডাক্তার তাকে হৃৎযন্ত্রের আকার স্বাভাবিক করার জন্য ডিগোক্সিন জাতীয় ওষুধ ও শ্বাসকষ্ট কমানোর জন্য ডাইইউরেটিক্স জাতীয় ওষুধ প্রেসক্রাইব করলেন। কিছুদিন ধরে আলী সাহেব লক্ষ্য করছেন তার দুই স্তন অস্বাভাবিক ফুলে গেছে ও স্তনে ব্যথা অনুভব করছেন।
রোগীকে জানানো হল, এতে দুশ্চিন্তার কিছু নেই- এ জাতীয় ওষুধে এ সমস্যা হতে পারে। ডাক্তার ওষুধের মাত্রা ও গ্রুপ পরিবর্তন করে দিলেন।
স্তন ফোলার অন্যান্য কারণ- ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ অনেক বেড়ে গেলেও পুরুষের হরমোন এন্ডোজেন কমে গেলে পুরুষের স্তন ফুলতে পারে। স্তন ক্যান্সার থেকেও গাইনোকোমাসটিয়া বা স্তন ফুলতে পারে। কিডনি, যকৃতে কোনো সমস্যা থাকলে, এইডস ও ক্যান্সার চিকিৎসার ওষুধে গ্যাস্ট্রিক ও এসিডিটির কিছু ওষুধে, উচ্চ রক্তচাপ, সিপ্রেসন ও ফাংগাসের ওষুধে এবং হারবাল ওষুধে এ সমস্যা হতে পারে। খাবার সঠিকভাবে হজম না হলেও স্তন ফোলা রোগ হয়। এ ওষুধ বন্ধ বা পরিবর্তন করলে এ রোগ ভালো হয়ে যায়।
অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান ফারুক
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিনোভা মেডিকেল, মালিবাগ, ঢাকা।