সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পূজারার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন বিরাট কোহলি। কিন্তু এখন দেখা যাচ্ছে কোহলি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কান্ডারি হয়ে ওঠেছেন চেতেশ^র পূজারা। অ্যাডিলেড আর মেলবোর্নে সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি। পূজারা সেঞ্চুরির দেখা পেয়েছেন সিডনিতে সিরিজ নির্ধারণী টেস্টেও। তার হার না মানা সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে ভারত।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কোহলি। দলীয় ১০ রানেই লোকেশ রাহুলকে (৯) হারায় তারা। জশ হ্যাজলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। এরপর মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন পূজারা। ব্যক্তিগত ৭৭ রানে আউট হন আগারওয়াল। তার উইকেটটি দখল করেন নাথান লায়ন। 

আগারওয়ালের বিদায়ের পর অধিনায়ক কোহলির সঙ্গে নতুন জুটি বাঁধেন পূজারা। কোহলিকে (২৩) উইকেটের পেছনে টিম পেইনের ক্যাচ বানিয়ে তাদের ৫৪ রানের জুটি ভাঙেন হ্যাজলউড। দলীয় ২২৮ রানে আজিঙ্কা রাহানেকেও (১৮) হারায় ভারত। তবে দিনের বাকি ২০ ওভারে আর কোনো বিপদ হতে দেননি পূজারা-হানুমা বিহারি। দু’জনে গড়েছেন ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন পূজারা। ২৫০ বলে ১৬ বাউন্ডারিতে ১৩০ রানে অপরাজিত আছেন তিনি। বিহারি অপরাজিত আছেন ৩৯ রানে। 

অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে ৩টি করে সেঞ্চুরি করেছেন কেবল দু’জন- পূজারা আর সুনীল গাভাস্কার। ১৯৭৭-৭৮ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন গাভাস্কার। তবে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি কোহলির দখলে। ২০১৫-১৫ মৌসুমে ৪টি শতক পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, অ্যাডিলেড আর মেলবোর্ন টেস্ট জেতায় চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। 

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩০৩/৪* (৯০ ওভার)
(আগারওয়াল ৭৭, কোহলি ২৩, রাহানে ১৮, পূজারা ১৩০*, বিহারি ৩৯*; হ্যাজলউড ২/৫১, লায়ন ১/৮৮, স্টার্ক ১/৭৫)