সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

ড. সিদ্দিকের ঘোষণায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪১ এএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার

‘নতুন কমিটি নয়, শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন নেত্রী’

 

 

নতুন কমিটি নয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির শূন্য পদগুলি পূরণের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। দীর্ঘ প্রায় চার মাস বাংলাদেশে অবস্থানের পর নিউইয়র্কে ফিরে এ কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

তার এ ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট আওয়ামী লীগ। তাদের অভ্যন্তরীণ কোন্দল আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের কথা বলে কমিটির শূন্য পদ পূরণের ঘোষণা দিলে সংগঠনের বিবদমান গ্রুপগুলো তৎপর হয়ে ওঠে। প্রায় ছয় মাস ঝিমিয়ে থাকার পর ড. সিদ্দিক বিরোধীরা হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছেন। ড. সিদ্দিকের বক্তব্যকে প্রত্যঅখ্যান করে তারা বলেছেন, সিদ্দিকুর রহমানের পদ বানিজ্য মেনে নেয়া যায় না। শূন্য পদ পূরণের সাংগাঠনিক এখতিয়ার তার নেই।

উল্লেখ্য, ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ড. সিদ্দিক দেশে চলে যান। এরপর থেকে সংগঠনটির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। তাদের কোন কার্যক্রম  চোখে পড়েনি। ড. সিদ্দিকুর রহমান প্রায় ছয় মাস বাংলাদেশে অবস্থান করেন। তিনি আজকাল প্রতিবেদককে বলেন, নেত্রীর নির্দেশনা মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কমিটির শূন্য  পদগুলো পূরণ করা হবে। ১৪ এপ্রিল তিনি এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে দলের বর্ধিত সভা আহবান করেন। এ ঘোষণার পর ড. সিদ্দিক বিরোধী সহ সভাপতি ফজলুর রহমান, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীরা কার্যকরী কমিটির নামে জরুরী সভা আহবান করেন। সিদ্দিক গ্রুপের সভার একদিন আগেই তারা ১৩ এপ্রিল জ্যাকসন হোইটসের নবান্ন রেস্টুরেন্টে বৈঠক ডাকেন।

গত রোববার ১৪ এপ্রিল ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ডা. মাসুদুল হাসান, সহসভাপতি শামসুদ্দীন আজাদ, সহসভাপতি লুৎফুল করিম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শাহানারা রহমান, আব্দুল মালেক, রব্বানী চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের আওয়ামী সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি রফিকুল ইসলাম, সিরাজুল ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফাহিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ সভাপতি মাসুদ সিরাজী, সহসভাপতি এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল, সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সিবুল মিয়া, রেজা আব্দুল্লাহ ও রহিমুজ্জামান সুমন।

সভায় ড. সিদ্দিকুর রহমান বর্তমান কমিটির শূন্য পদে সদস্য হতে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা জমা দেবার আহবান জানান।

এদিকে শনিবার ১৩ এপ্রিল সিদ্দিক বিরোধী গ্রুপের জরুরী সভা জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমান। সভা পরিচালনা করেন যথাক্রমে দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। এম ফজলুর রহমান উপস্থিত নেতৃবৃন্দেও কাছে জরুরী সভার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ড. সিদ্দিকুর রহমান স্বৈরাচারী কায়দায় গত ১৩ বছর দল চালিয়েছেন। তিনি গঠনতন্ত্রের তোয়াক্কা করেন না। ক্রমাগত মিথ্যাচার তার হাতিয়ার। আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ভেঙে বিলীন কওে দিয়েছেন। তার স্ত্রীসহ মাত্র হাতে গোনা ৫/৭ জন লোক তার সাথে আছে। এমতাবস্থায় তিনি বর্ধিত সভার নামে শূন্য পদ পূরণের জন্যে আবার সভা ডেকেছেন অবৈধভাবে। বাণিজ্যই তার উদ্দেশ্য। কার্যকরী কমিটির মেজরিটি সদস্যের অনুমোদন ছাড়া কমিটিতে কোন পদ পূরণের কোন ক্ষমতা গঠনতন্ত্র তাকে দেয়নি। তিনি সম্মিলিতভাবে কমিটির ৯৫ ভাগ সদস্যের মতামত নিয়ে একটি রেজ্যুলেশন গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার কাছে প্রেরণের আহ্বান জানান। একই সঙ্গে একটি   সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের দাবী জানান।

সভায় বক্তব্য রাখেন আসাফ মাসূক, প্রদীপ কর, নিজাম চৌধুরী, শাহ বখতিয়ার, মিছবাহ আহমেদ, জামাল হোসেন, শহিদুল ইসলাম, শেখ আতিক, আকতার হোসেন, জালালউদ্দিন জলিল, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আখতার, শেখ মো: জুয়েল, খন্দকার জাহিদুল ইসলাম ও জাহিদ মিয়া।