সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় যাচ্ছে

ঢাকা অফিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার

 

 

বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এতে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়-ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। তাঁর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক করবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বৈঠকে ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের ওপর জোর দেওয়া হবে বলে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সফরের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সমকালকে বলেন, আগামী ২১ এপ্রিল ঢাকা আসবেন ব্রেন্ডান লিঞ্চ। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে। সেভাবেই ঢাকা প্রস্তুতি নিচ্ছে।সূত্র জানায়, ওয়াশিংটনের বিশ্বাস, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের বিশাল বাজার দখল করে রেখেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন-ইউএসটিআর তদন্তের আহ্বান জানায়। পরে গত মার্চে বাংলাদেশ বিষয়ে শুনানি হয়। যদিও এ তদন্তকে চক্রান্ত ও ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে দেখছে ঢাকা। শুনানিতে বাংলাদেশ দাবি করেছে, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দীর্ঘদিন ঢাকা তৈরি পোশাক শিল্পের ব্যবসা করে আসছে। মানদন্ডের ক্ষেত্রেও বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের ঢাকা সফরে শ্রম পরিস্থিতির উন্নয়ন নিয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। এ সময় শ্রম পরিবেশের সত্যিকারের উন্নয়ন দেখার বার্তা পৌঁছে দেয় তারা। বিশেষ করে সমাবেশ ও ট্রেড ইউনিয়ন করার অধিকার, ট্রেড ইউনিয়ন নিবন্ধন আইন সংশোধন নিয়ে উদ্বেগ তুলে ধরে যুক্তরাষ্ট্র। গত বছর সেপ্টেম্বরে দু’দেশের সপ্তম টিকফা বৈঠকেও শ্রম অধিকার এবং আইন সংস্কারে অবস্থান তুলে ধরেছিল ওয়াশিংটন। এবারের বৈঠকে গতবার নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশে তথ্য সুরক্ষা আইন নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, আইনটি হলে তাদের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে। সূত্র জানায়, এবারের বৈঠকেও এ বিষয় তুলে ধরবে ওয়াশিংটন। এ ছাড়া বাংলাদেশে নকল পণ্য তৈরি নিয়ে বেশ কয়েক বছর ধরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এসব পণ্যের কারণে ব্যবসা হারাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। ফলে মেধাস্বত্বের পাশাপাশি কপি রাইটস আইন, আমদানি-রপ্তানি নীতিসহ বাণিজ্য-সংক্রান্ত আইন ও বিধি যুগোপযোগী করার প্রক্রিয়ায় যুক্ত থাকতে চায় যুক্তরাষ্ট্র।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টিকফা বৈঠকের বিষয়ে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি রাখছে। শ্রম ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থার দেওয়া পথনকশা অনুযায়ী সংস্কার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে। বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা।