সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

আসছেন মমতাজ পার্বতী বাউল টাইমস স্কয়ারে হবে বর্ষবরণ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার


   
 
নিউইয়র্ক টাইমস্ স্কয়ারে বিশ্ব বাঙালির বাংলা বর্ষবরণ ১৪৩১ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এনআরবি ওয়াল্ড ওয়াইড-এর আয়জনে প্রতি শনি ও রবিবার জুইস সেন্টারে গান এবং শিশু-কিশোরদের মহড়া চলছে। মহড়া পরিচালনা করছেন গণসংগীত শিল্পী মহীতোষ তালুকদার তাপস। ৪ এপ্রিল নিউইয়র্ক আসছেন সংগীত শিল্পী পার্বতী দাস বাউল। টাইমস স্কয়ারে বর্ষ বরণ ঘিরে বাঙালি কমিউনিটিতে চলছে উৎসবের আমেজ।
প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে মহড়ার অংশগ্রহণ করছে। এবারের অন্যতম আকর্ষণ শতকন্ঠে শিশু কিশোরদের পরিবেশনা। চন্দ্রা ব্যানার্জির পরিচালনায় আমেরিকায় বেড়ে উঠা শিল্পীরা নৃত্যে অংশগ্রহণ করবেন। থাকছে যাত্রা-মহামতী আকবর। নাট্যকার জীবন চৌধুরীর নির্দেশনায় থাকছে ময়মনসিংহের গীতিকা মহুয়ার পালা। এছাড়াও প্রবাসের সাংস্কৃতিক সংগঠন শিল্পকলা একাডেমি ইউএসএ, প্রকৃতি, সংগীত পরিষদ, বহ্নিশিখা, রবীন্দ্র একাডেমির শিল্পীদের পাশাপাশি উত্তর আমেরিকা জনপ্রিয় সংগীত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।