সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

পুলিশ-আর্মি যৌথ চেকপোস্টে সন্ত্রাসী হামলা

ঢাকা অফিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার



বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ চেকপোস্টে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদম-থানচি সীমান্তে ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় ওই চেকপোস্টে এ হামলা হয়। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান আজকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি তবিদুর রহমান বলেন, ‘সন্ত্রাসীরা গাড়ি চালিয়ে যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।
সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় হতাহত আছে কি-না, তাও জানাতে পারেননি ওসি। ওসি তবিদুর বলেন, ‘হতাহতের কোনো ঘটনা এখনো জানা যায়নি। আমরা অ্যালার্ট আছি।’
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামে।