সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

নিউইয়র্কে প্রধান বিচারপতি ও এর্টনি জেনারেল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ৩০ মার্চ ২০২৪ শনিবার

জেএফকে-তে আ. লীগের সংবর্ধনা

   
 
বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এটর্নি জেনারেল এএম আমিন উদ্দীন এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তাদের এই সফর অনেকটা নীরবেই কেটে যাচ্ছে। তাদের এই সফর সম্পর্কে বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
গত ২৪ মার্চ শনিবার তারা যুক্তরাষ্ট্রে আসেন। জেএফকে আর্ন্তজাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুর রহিম বাদশা,  সিরাজুদ্দিন সোহাগ প্রমুখ। জানা গেছে, নিউইয়র্ক থেকে তারা চলে যান পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সেখানে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেল ফিলাডেলফিয়ায় ‘কোর্ট সিস্টেম’ সংক্রান্ত একটি অধিবেশনে অংশ নেন। ফিলাডেলফিয়া থেকে তারা ওয়াশিংটন ডিসিতে  যান। দায়িত্বশীল একটি সুত্র সাপ্তাহিক আজকালকে জানিয়েছেন, তারা ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এ বৈঠকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত প্রদান ও বাংলাদেশের বিচার ব্যবস্থার নানা দিক স্থান পায়। বিচারপতি ওবায়দুল হাসান ও এটর্ণি জেনারেল আমিনউদ্দিন ডিসিতে প্রবাসী বাংলাদেশি এটর্নি আলমগীরের বাসায় আতিথেয়তাও গ্রহণ করেছেন। আজ শুক্রবার তাদের বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের বাসভবনে ডিনারে অংশ নেবার কর্মসূচি রয়েছে। শনিবার তাদের দেশে ফেরার কথা।
প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলের যুক্তরাষ্ট্র সফর নিয়ে দূতাবাস কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা শুধু প্রটোকল সেবা দিচ্ছি। এর বেশি কিছু জানি না।