সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

খানসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০২ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


 
স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পাওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে খানস টিউটোরিয়াল উদযাপন করল তাদের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্রংকসের ওয়েস্টচেস্টার এভিনিউতে খানস টিউটোরিয়ালের নতুন উদ্বোধন হওয়া কেন্দ্রে গত সপ্তাহে অনুষ্ঠিত এই প্রীতি সম্মিলনীতে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজার ও কোম্পানি লীডাররাও অংশগ্রহণ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
১২৪ জনেরও বেশি শিক্ষার্থী ও ১২৩ টিরও বেশি পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এই সম্মিলনীতে হাই স্কুলে ভর্তি, পরিবহণ সুবিধা ও হাই স্কুলে ভর্তিতে সাফল্য অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথি কমিউনিটি লীডার মীর বাশার তার বক্তব্যে যে সব শিক্ষার্থী এসএইচএসএটি-তে সুযোগ পেয়েছে তাদের এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের প্রতি তিনি তাদের লক্ষ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, কখনই হাল ছেড়ে দেবে না, তোমাদের সীমা হবে আকাশের মতো।  ৬৪২ স্কোর করে স্টাইভেসেন্টে ভর্তির সুযোগ পাওয়া সারাহ ক্যামেরুনের মা খানস টিউটোরিয়ালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সারাহ ছিল খানসের জ্যামাইকা হিলসাইড কেন্দ্রের ছাত্রী। আসন্ন ফল মওসুমে এই প্রতিষ্ঠান থেকে আরো যে ৩২ জন শিক্ষার্থী স্টাইভেসেন্টে ভর্তি হতে চলেছে সারাহ তাদের অন্যতম। ব্রংকস সায়েন্সে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী তানভি টি খানস টিউটোরিয়ালের সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করে বলে, এই প্রতিষ্ঠানের একজন হতে পেরে আমি গর্বিত। আমি আনন্দিত যে আমি আমার লক্ষ্য অর্জন করতে পেরেছি। প্রতিষ্ঠানের সিইও ডা. ইভান খান বলেন, ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আনন্দের সাথে বলতে চাই এই ৩০ বছরে এসএইচএসএটি-তে শিক্ষার্থীদের  ভর্তির সুযোগ পাওয়ার ক্ষেত্রে খানস টিউটোরিয়ালের স্থানই সবার ওপরে। খানসের গুণগত মান সম্পর্কে কমিউনিটির সবাই এখন সম্যক ওয়াকেবহাল।
উল্লেখ্য, খানস থেকে এবার বিভিন্ন হাই স্কুলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে : স্টাইভেসেন্ট-৩২, ব্রংকস সায়েন্স-৩০, ব্রুকলিন টেকনিক্যাল-৩২, ব্রুকলিন ল্যাটিন স্কুল-১৪ এবং নতুন স্পেশালাইজড হাই স্কুলগুলিতে-১৬।