সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

২৫ বছর পূর্তি বাংলা ট্রাভেলস ও ডিজিটাল ওয়ানের প্রীতি সম্মিলনী

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৭ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


         
 
নিউইয়র্কের অন্যতম বৃহত্তম বাংলাদেশি ট্রাভেলস ও মানি ট্রান্সফার কোম্পানী বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান উদযাপন করলো তাদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে গত ১৫ মার্চ কুইন্সের গুলশান টেরেসে আয়োজন করা হয়েছিল এক প্রীতি সম্মিলনী ও ইফতার পার্টির। বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তিও সূচনা করেন প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল। এই অনুষ্ঠানেই বেলাল ‘ওভাল বাইবেল কলেজ’ থেকে দেয়া ডক্টরেট ডিগ্রীর সার্টিফিকেট গ্রহন করেন। এ সময় কমিউনিটি ও বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা তার এই প্রাপ্তিকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তিও এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা বেলালের সাফল্যের প্রশংসাা করেন ও তাকে শুভেচ্ছা জানান। তারা বলেন, বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান ২৫ বছর ধরে সততার সাথে কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ পালন করছেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট সাংবাদিকরা ছাড়াও ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক রহুল আমিন সিদ্দিকী, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, এম এম শাহিন, প্রখ্যাত নাট্য অভিনেত্রী রেখা আহমেদ, ডা. সারুওয়ারুল হাসান, সোসাইটির সাবেক সভাপতি ফকরুল আলম, কমিউনিটি একটিভিস্ট আলমগীর খান আলম, ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, নুরুল আজিম, আবু সাইয়িদ, হাসান জিলানী, সাইয়িদ তারেক, মাসুদ রানা তপন, নজরুল ইসলাম,এস এম উদ্দীন পিন্টু, জে এফ এম রাসেল, রকি আলিয়ান, আব্দুল বাতেন, কাজি আজহারুল হক মিলন, বক্সার সেলিম ও সংগীত শিল্পী রিজিয়া পারভীন প্রমুখ।