সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

টি-২০ বিশ্বকাপ ট্রফি দেখলো বাংলাদেশিরা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৩ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


 
 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা এবার দেখলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। নিউইয়র্ক থেকে শুরু হয়েছে ট্রফির বিশ্ব ভ্রমণ। আইসিসির আয়োজনে টাইমস স্কয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পর এবার বাংলাদেশি অধ্যুষিত কুইন্সে পৌছেছে ট্রফি। আর তা দেখতে সেখানে ভিড় করেন বাংলাদেশি-সহ বিভিন্ন কমিউনিটির মানুষ।
আমেরিকার মাটিতে ক্রিকেট উৎসবের অপেক্ষা। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন শুরু হয়ে চলবে ২৯ জুন পর্যন্ত। আনুষ্ঠানিক ট্রফি ট্যুরের শুরুটা হয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং ও টাইমস স্কয়ারে লাইটিংয়ের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন স্থান ঘুরে ট্রফি আসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। বেইসলে পন্ড পার্কে। যার ব্যবস্থাপনায় ছিল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ও বাংলাদেশি প্রতিষ্ঠান আশা হোম কেয়ার।
অনুষ্ঠানে আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, এনওয়াইপিডি কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার সার্জেন্ট লতিফ উপস্থিত ছিলেন।
ট্রফি প্রদর্শনী উপলক্ষে চার দেশের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ,  ভারত ও পাকিস্তান। ট্রফি দেখতে আসেন বিভিন্ন বয়সী ও পেশার মানুষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর রূপালি ট্রফি সামনে থেকে দেখে অভিভূত হন সবাই।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমেরিকার তিনটি ভেন্যুতে হবে খেলা। টি-টোয়ান্টি বিশ্বকাপের আগে অবশ্য মে মাসেই যুক্তরাষ্ট্রে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে।