সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

রাষ্ট্রপ্রতি-প্রধানমন্ত্রীর সঙ্গে বাবুর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।

বুধবার নজরুল ইসলাম বাবু রাষ্ট্রপ্রতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নজরুল ইসলাম বাবু ও তাঁর সহধর্মিনী ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর প্রায় এক ঘন্টা তারা সেখানে অবস্থান করেন এবং কুশল বিনিময় করেন।

 

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ নজরুল ইসলাম বাবু। এর মাধ্যমে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন তিনি।তাই নারায়ণগঞ্জ,আড়াইহাজারবাসীর প্রত্যাশা এবার তারা মন্ত্রী পাবেন।