গায়ের জোরে দেশ শাসন করছে আ. লীগ: ড. মঈন খান
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে থেকে দেশ শাসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
ড. মঈন খান বলেন, ‘সরকার শুধু বিরোধী দলের উপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে থেকে দেশ শাসন করছে। কোনো স্বাভাবিক দেশের বেলায় এ ধরনের পরিস্থিতি হতে পারে না।’
এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোন কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই সকল ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে।’
এছাড়াও সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় তার সঙ্গে দেখা করেন ড. মঈন খান। এসময় তিনি সাইফুল আলম নিরবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।