সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

ডিজিটাল ওয়ান ট্রাভেলসের ২৫ বছর পূর্তি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৩ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

আজ প্রীতি সম্মিলনী ও ইফতার

    
জ্যাকসন হাইটসের ডিজিটাল ওয়ান ট্রাভেলস অত্যন্ত সফলতার সঙ্গে তাদের ব্যবসার ২৫ বছর পূর্ণ  করলো। এই উপলক্ষে আজ শুক্রবার তারা আয়োজন করেছে এক প্রীতি সম্মিলনীর ও ইফতার পার্টির। সম্মিলনীটি অনুষ্ঠিত হবে উডসাইডের গুলশান টেরেসে।
ডিজিটলি ওয়ান ট্রাভেরসের সাফল্যের যাত্রা শুরু হয়েছিল ২৫ বছর আগে। দীর্ঘ ২৫ বছর আগের সেই ডিজিটাল ওয়ান ও বাংলা ট্রাভেল বর্তমানে ব্যবসায় নিউইয়র্কে শীর্ষস্থান দখলের দাবীদার। শুধুমাত্র পারস্পারিক আস্থার ওপর ভিত্তি করে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলা ট্রাভেলসের কর্ণধার, জেবিবিএর প্রতিষ্ঠাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, ডিজিটাল ওয়ান ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান বাংলা ট্রাভেল প্রতিষ্ঠানটি তার গ্রাহকের কাছে সব সময় প্রতিশ্রতিবদ্ধ। গ্রাহকদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই বাংলা ট্রাভেলস এতদূর এসেছে। বেলায়েত হোসেন বেলাল আরও জানান, বাংলা ট্রাভেলস বিশ্বের সব শীর্ষস্থানীয় এয়ারলাইন্সের সরাসরি এজেন্ট। এজন্য আমরা অপেক্ষাকৃত কমমূল্যে এয়ারটিকেট বিক্রি করতে পারি। আমরা আমাদের গ্রাহককে সর্বোত্তম ও সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের একজন গ্রাহকও যদি বাংলাদেশ যান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আমাদের প্রতিষ্ঠানের সেবা গ্রহণের সুযোগ রয়েছে। অর্থাৎ বিমান বন্দরে রয়েছে আমাদের পরিসেবা দল, যারা দীর্ঘ যাত্রা শেষে দেশের মাটিতে একজন প্রবাসীর কষ্ট লাঘব করে দেন। লাগেজ ছাড়িয়ে নিরাপদে তার হাতে তুলে দেন। এমনকি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে রয়েছে বাংলা ট্রাভেলসের আরেকটি বিশেষজ্ঞ দল, যাদের আতিথেয়তায় একজন মুসল্লির যাত্রা হবে স্বচ্ছন্দ ও আরামদায়ক। তিনি জানান, বাংলা ট্রাভেলসের স্টাফ হিসাবে ২০ সক্রিয় কর্মী রয়েছে, যাদের ট্রাভেল ব্যবসায় ২০ থেকে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
বেলায়েত হোসেন বেলাল আরো জানান, একজন গ্রাহক এক ছাদের নিচে অনেক ধরনের সেবা চান। আমরাও চেষ্টা করছি তাদের অনেকগুলো সেবা দিতে। তিনি জানান, নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অবস্থিত বাংলা ট্রাভেলে এয়ার টিকেট ছাড়াও বিশ্বভ্রমণে সহায়তা দিয়ে থাকে। বিভিন্ন দেশের ভিসা সহায়তা দেওয়া হয় এখান থেকে। যুক্তরাষ্ট্রে পাসপোর্ট সেবা পাওয়া যায় বাংলা ট্রাভেলস থেকে। এছাড়া এখানে রয়েছে মানি ট্রান্সফার সুবিধাও, রয়েছে ইমিগ্রেশন সহায়তা। এসব ছাড়াও বাংলা ট্রাভেলসে রয়েছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের বিশাল সমারোহ।
বেলায়েত হোসেন বলেন, সময়ের সাথে বাংলা ট্রাভেলকে আরো বিস্তৃত করতে চাই। শিগগিরই আমাদের অনলাইন পোর্টালও চালু হবে। এছাড়া বিভিন্ন স্টেটে শাখা খোলার পরিকল্পনাও রয়েছে। অনলাইন পোর্টাল চালু হলে ঘরে বসেই বাংলা ট্রাভেলসের সেবা নিতে পারবেন প্রবাসীরা।