সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ানের ইন্তেকাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৪৬ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার


 
 
বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী, মার্কিন কংগ্রেস কর্তৃক বিশেষ সম্মাননাপ্রাপ্ত ড. সুফিয়ান এ খন্দকার ইন্তেকাল করেছেন। গত ৩ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে এস্টোরিয়ায় মাউন্ট সাইনাই হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ড. সুফিয়ান এ খন্দকারের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ড. সুফিয়ান এ খন্দকার বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণের ব্যাপারে সক্রিয় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন এবং পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। পেশাগতভাবে অনেক উচ্চপদে ছিলেন, ছিলেন প্রবাসী বাংলাদেশীদের অত্যন্ত প্রিয়ভাজন।
তাঁর নামাজে জানাজা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার সকালে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্থানে তাকে দাফন করা হয়।  
ড. সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট’র (এএবিইএ) জাতীয় কমিটি। আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত ‘এএবিইএ’র জাতীয় কমিটির সভাপতি হিসেবে দুই মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছিলেন ড. সুফিয়ান।
পাবনার সন্তান ড. সুফিয়ান বেশ কয়েক সপ্তাহ ধরেই ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।