রোজা শুরু ১১ মার্চ
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:২১ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র রমজান মুসলমানদের অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এ মাসে সূর্য়োদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা রোজা পালন করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর তাদের উৎসবের দিন ঈদুল ফিতর উদযাপন করেন।
হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ হিজরি ২৯ শাবান। এদিন চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ ১১ মার্চ সোমবার থেকে নিউইয়র্কে পবিত্র রমজান মাস শুরু হবে। তবে এবার শাবান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে সৌদি আরবসহ বিশ্বের বেশির ভাগ দেশেই ১২ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে রোজা শুরুর সম্ভাবনা আছে।
প্রতি বছর রমজানকে সামনে রেখে নিউইয়র্কে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, সেমাই, খেজুর ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। এবারেও বাংলাদেশি গ্রোসারিগুলোতে বেশ কিছু ভোজ্যপণ্য জিনিসের দাম বেড়েছে। এর ফলে আয়ের সাথে ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষদের।
‘রমজানের আগেই বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এবার কি ভাবে তা সামাল দেব সেটাই ভাবছি’, বাজারে ভোগ্যপণ্যের দাম নিয়ে এ কথা বলেন জ্যামাইকার বাসিন্দা ফাহমিদা চৌধুরী লুনা।
এদিকে রমজান শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দোকানপাটে কেনা-কাটার জন্য ভিড় বাড়ছে। বিশেষ করে ইফতার ও সেহরীর সামগ্রী কেনার জন্য ক্রেতাদের সমাগম বেশি দেখা যাচ্ছে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন, ব্রঙ্কস, এস্টোরিয়ায় প্রবাসী বাংলাদেশিরা রমজানের কেনা-কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।
এদিকে মাহে রমজান উপলক্ষে নিউইয়র্কের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন করছে। এ উপলক্ষে এখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য বিজ্ঞাপনও দেয়া হচ্ছে। তাছাড়াও সংগঠন ও প্রতিষ্ঠানগুলো ইফতার মাহফিলের জন্য এখন থেকেই নিউইয়র্কের বিভিন্ন মিলনায়তন বা কমিউনিটি সেন্টার ‘বুকিং’ দিতে শুরু করেছে।