মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রকে আবারও স্যাংশন দেওয়ার হুমকি

ঢাকা অফিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। গত বুধবার র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, রমজান সংযমের মাস, কিন্তু এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসাধু ব্যবসায়ী ও চোরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।
জঙ্গি-সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রাখায় র‌্যাবকে ধন্যবাদ জানান বাংলাদেশের সরকার প্রধান।