তাসকিনকে নিজের প্রতি নজর দিতে হবে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৫ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
আগস্টে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলে চোট পান তাসকিন আহমেদ। সেই চোট থেকে ফিরে অক্টোবরে জাতীয় লিগে আবারও চোটে পড়েন ২৩ বছর বয়সী এই পেসার।অবশেষে চোট কাটিয়ে পেশাদার ক্রিকেটে ফিরেছেন তাসকিন। খেলেছেন সদ্য শেষ হওয়া বিসিএলে।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলার কথা রয়েছে তাসকিনের।
বারবার চোটাক্রান্ত হওয়া তাসকিনকে নিজের প্রতি আরও বেশি নজর দেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার মিরপুরে তাসকিন প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক নান্নু বলেন, ‘অনেক দিন পর তাসকিন ফিরে এসেছে। কারণ সে ইনজুরি নিয়ে লড়াই করছিল। তার খেলার থেকে বেশি নজর দিতে হবে নিজের প্রতি।
শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন সাব্বির রহমান রুম্মন। সাব্বির প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, সাব্বির রহমান নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে। ওর শৃঙ্খলার ক্ষেত্রে, এই দিকটিও মনিটরিং করতে হবে। সবমিলিয়ে এবং সবদিক থেকেই কিন্তু নজর দিতে হবে।'
বিশ্বকাপের আগে ইনজুরি প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেন, বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে ইনজুরিতে না পড়েন সেদিকে আমাদের নজর দিতে হবে। আমার কাছে মনে হয় ঠিকমতো মনিটরিং করা হলে ইনজুরি থেকে রক্ষা করা যাবে।
