মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

বেইলী রোডের অগ্নিকান্ডে মারা গেছেন আতাউর রহমান শামীম

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৭ এএম, ২ মার্চ ২০২৪ শনিবার

কমিউনিটিতে শোকের ছায়া

 


ঢাকার বেইলী রোডের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ আতাউর রহমান শামীম। গতকাল বৃহস্পতিবারের এই অগ্নিকান্ডে মোট ৪৪ জন দগ্ধ হয়ে মারা গেছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে।  
এডভোকেট আতাউর রহমান শামীমের (৬৩) মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক যুগেরও বেশি সময় নিউইয়র্কে বসবাস করেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম কমিটির দফতর সম্পাদক ছিলেন।  নিউইয়র্কে থাকাকালে তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি কাজ করেছেন সাপ্তাহিক প্রবাসী ও সাপ্তাহিক ঠিকানা পত্রিকায়। তিনি সাপ্তাহিক গণবাংলা পত্রিকার সম্পাদকও ছিলেন। ২০০১ সালে রাজনীতি ও আইন পেশায় কাজ করার লক্ষ্যে বাংলাদেশে চলে যান। তিনি সুপ্রীম কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও পেয়েছিলেন।
আতাউর রহমান শামীম বিবাহিত। তার স্ত্রী ও একমাত্র মেয়ে নিউইয়র্কেই স্থায়ীভাবে বসবাস করেন। দুই সপ্তাহ আগে তারা বাংলাদেশে বেড়াতে গিয়েছেন। শামীমের পাঁচ ভাইও নিউইয়র্কে বসবাস করেন। তারা হলেন ডা. মজিবুর রহমান, মোঃ মতিউর রহমান, াহমুদুর রহমান রানা, মহিদুর রহমান রিপন ও আজিজুর রহমান স্বপন। মরহুম শামীমের ভাগ্নে মইনুর রহমান স্বপন আজকালকে বলেন, মামা বন্ধুদের নিয়ে কফি শপে ঢুকেছিলেন। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা চার ঘন্টা পর জানতে পারি। তার মরদেহ তখন ঢাকা মেডিক্যালে ছিল।
শামীমের জন্মস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামে। তিনি কুলাউড়া আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। শুক্রবার বিকেলে কুলাউড়া শহরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় শ্রীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।