রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

লিপ ইয়ারে প্রকাশিত একমাত্র পত্রিকা, ছাপা হয় দুই লাখ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

লিপ ইয়ারে প্রকাশিত বিশ্বের একমাত্র ট্যাবলয়েড  ‘লা বুজি ড্যু স্যাপাখ’। ফ্রান্স থেকে প্রকাশিত ২০ পাতার এই ব্যঙ্গাত্মক ট্যাবলয়েড কেবল ২৯ ফেব্রুয়ারিতেই প্রকাশিত হয়। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা এবং আন্তর্জাতিক বিষয়াবলির বিভিন্ন ব্যঙ্গাত্মক লেখা থাকে এই ট্যাবলয়েডে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লা বুজি ড্যু স্যাপাখের ১২তম সংখ্যা বেরিয়েছে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। ট্যাবলয়েডটি প্রথম প্রকাশিত হয় ১৯৮০ সালে। এটি মোট দুই লাখ কপি ছাপা হয়, যার প্রতিটির দাম চার দশমিক ২০ মার্কিন ডলার।

ট্যাবলয়েডের নামকরণ হয় ফ্রান্সের প্রথম দিকের একজন কার্টুন ব্যক্তিত্বের নামে। তিনি ছিলেন একজন সৈনিক, যিনি ১৮৯০-এর দশকে তার সেনা জীবন নিয়ে কমিক আঁকতে শুরু করেন।

লা বুজি ড্যু স্যাপাখের সম্পাদক জাঁ ডি’ইন্ডি বলেন, ১৯৮০ সালে প্রথম সংখ্যাটি দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার পর এজেন্টরা আরও কপি চাইল। আমরা বললাম, ঠিক আছে, তোমরা পাবে কিন্তু চার বছর পর। এখনও কয়েকজন বন্ধু মিলে আমরা ট্যাবলয়েডটি বের করি। কোনো পানশালায় বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি।

লা বুজি ড্যু স্যাপাখের চলতি সংখ্যার প্রধান খবরের শিরোনাম হচ্ছে— ‘আমরা বুদ্ধিমান হব’। এআই কীভাবে পরীক্ষা ও বুদ্ধিবৃত্তিক অর্জনকে অপ্রয়োজনীয় করে তুলেছে, তা নিয়ে লেখা হয়েছে এই খবর। দ্বিতীয় প্রধান খবরের শিরোনাম ‘নারী হওয়ার আগে পুরুষদের যা জানা প্রয়োজন’। রূপান্তরকামী পুরুষেরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়।

এছাড়া খেলার পাতায় অলিম্পিকে সবার প্রথমে বাদ পড়া ক্রীড়াবিদের জন্য উইনস্টন চার্চিল পুরস্কার দেওয়ার সুপারিশ করা হয়েছে,  যেহেতু চার্চিলের মূলনীতি ছিল ‘নো স্পোর্টস’। মজার ব্যাপার হলো, একটি ধারবাহিক গল্পও স্থান পেয়েছে এবারের সংখ্যায়, যার পরবর্তী পর্ব প্রকাশিত হবে ২০২৮ সালে।