কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

কিশমিশের নানাবিধ শারীরিক উপকারিতা রয়েছে। তাই এখনই কিশমিশ খাওয়া শুরু করে দিন। তবে এ থেকে পুরোপুরি স্বাস্থ্য উপকারিতা পেতে চাইলে পানিতে ভিজিয়ে রেখে খেতে হবে। লক্ষণীয় একটি বিষয় কিশমিশ আবার খুব বেশিদিন নিয়ম করে খেতে হয় না। মাত্র চার দিন ৷ সকালে উঠে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পান করলেই ব্যস, পেট পরিষ্কার হবে। এবং অনেক বেশি সুস্থ বোধ করবেন ৷
পেটের গণ্ডগোল, লিভারে সমস্যা এখন ঘরে ঘরে ৷ তাই ওষুধ খাওয়ার বদলে ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব ৷ পেটের সমস্যা ছাড়াও রক্তস্বল্পতায় যারা ভুগছেন, তাঁদের জন্যও যথেষ্ট উপকারী এই কিশমিশ ৷ এতে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং মিনারেল ৷ তাই যাদের শুধু শুধু কিশমিশ খেতে ভাল লাগে না ৷ তারা অবশ্যই কিশমিশের পানি পান করুন। এর ফলে ক্ষতিকারক পদার্থ পেটে জমলে তা দূর হওয়ার পাশাপাশি হজমশক্তিও বাড়বে।
কিশমিশের পানি বানানো খুব সহজ ৷ দুই কাপ পানিতে ১৫০ গ্রাম কিশমিশ লাগবে ৷ খুব চকচকে কিশমিশ কিনবেন না ৷ এছাড়া খুব শক্ত বা খুব নরম কিশমিশ নেবেন না ৷ একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে তার মধ্যে কিশমিশ ভিজিয়ে রাখুন ৷ সকালে কিশমিশ ছেকে নিয়ে সেই পানিটুকু উষ্ণ গরম করে খালি পেটে পান করুন। এরপর আধঘণ্টা পানাহার থেকে বিরত থাকুন। অন্তত চার দিন এ পানি পান করুন। দেখুন জাদুকরী ফল।