বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

বছরের সেরা ই-বাইক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

২০১৮ সালে বাজারে যতগুলো স্কুটার এসেছে তার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে একটি ইলেকট্রিক স্কুটার। মডেল আথের ৪৫০। এটি সম্পূর্ণ ইলেকট্রিক স্কুটার। বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি এর গতিবিধিও। এতে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। 

আথের ৪৫০ মডেলের স্কুটারটিতে রয়েছে একটি ২.৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে বিএলডিসি মোটর সংযোজন করা হয়েছে। এই মোটরে ৫.৪ কিলোওয়াট শক্তি পাওয়া যাবে। এটি লাগাতার ৩.৩ কিলোওয়াট শক্তিতে ২০.৫ নিউটন মিটার টর্ক দেবে।

০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে স্কুটারটির সময় লাগবে ৩.৯ সেকেন্ডে। ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় টপ স্পিডে ছুটতে সক্ষম নতুন এই ই-বাইকটি। 

বাহনটি ইকোনমি মোডে একবার ফুল চার্জ করলে ৭৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। যদিও পাওয়ার মোডে 
চালালে মাইলেজ মিলবে ৬০ কিলোমিটার।

স্কুটারটিতে আছে অত্যাধুনিক টেক ফিচার।