সুজুকি হায়াতে বাইকে ক্যাশব্যাক অফার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

বিশ্ববিখ্যাত জাপানিজ ব্র্যান্ড সুজুকি মোটরস বাংলাদেশর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্রান্ড। এবার সুজুকি ১১০ সিসির বাইক হায়াতে দিচ্ছে বিশাল অফার। এই অফারের আওতায় ৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এজন্য একটি স্ক্র্যাচকার্ড ঘসে নিজের ভাগ্য পরীক্ষা করতে হবে। অফারটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সুজুকির অনুমোদিত যে কোনো আউটলেট থেকে বাইকটিলেই এ সুযোগটি পাবেন ক্রেতারা।
আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি বাজারে লাল, কালো, কালো লাল, কালো ব্লু, গ্রে এবং সাদা এই পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে ।
সুজুকির ডিলার সোনারগাঁও মোটরসের ব্যবস্থাপক শাহানুর হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘এই বাইকটি শহর ও গ্রামে কমিউটার হিসেবে বেশ জনপ্রিয়। এই মডেলের বাইকে মাইলেজও বেশি। হাইওয়েতে ৬০ কিলোমিটার আর শহরে ৪০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।’
সুজুকি হায়াতে ১১০ সিসির বাইক বলা হলে এতে ১১২.৮ সিসির ইঞ্জিন রয়েছে। যা ৮.৫৮ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে।
এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সানপেনশন। পেছনে আছে কয়েল টাইপ টুইন শক অ্যাবসর্ভার। বাইকটিতে ১০ লিটার জ্বালানি ধারণক্ষম ট্যাংক আছে।
বাইকটির বর্তমান বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার ৯৫০ টাকা।