শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

২০০ রোগী নিয়ে অচল গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

যুদ্ধ, জ্বালানি ঘাটতি এবং ইসরাইলি অভিযানের কারণে রোববার গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতাল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। 

হাসপাতালটিতে প্রায় ২০০ রোগী থাকলেও তাদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় এবং জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেদ্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সপ্তাহব্যাপী অবরোধ এবং চলমান অভিযানের কারণে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের নাসের হাসপাতাল আর চিকিৎসা দিতে পারছে না। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলেছে যে, গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটির পক্ষে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।