সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

‘পেয়ারা সুবাস’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার


 
নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিটি ২৩ ফেব্রুয়ারী  শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। ছবিটি যুক্তরাষ্ট্রের বড় বড়  সিনেমা হলে চলবে।
ওই দিন জ্যামাইকার মাল্টি প্লেক্স সিনেমা হলেসহ ভার্জেনিয়া ও লস এজ্ঞেলেসেও মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।
 
এ ছাড়াও আগামী ১ মার্চে যুক্তরাষ্ট্রের নিউজার্সী,বোস্টন,সানফ্রান্সিস্কো, ডালাস, অস্টিন,আটলান্টা,বাল্টিমোড়,ও য়েষ্ট প্লামবিচসহ বেশ কয়েকটি শহরে সিনেমাটি চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশক রাজ হামিদ।
‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ছবিটি প্রসঙ্গে নুরুল আতিক বলেন, ‘আমরা তেমন গন্ধের ছবি দেখি না। ‘পেয়ারার সুবাস’-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। “পেয়ারার সুবাস” ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের এক মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হয়েছে সিনেমায়।’
‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। ছবিটি নিয়ে জয়া আহসান বললেন, ‘আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্র্ধষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।’