শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

এবার সেনাপ্রধানকে ছেটে ফেলছেন জেলেনস্কি!

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

এবার ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বুধবার বিশেষ দুটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে সিএনএন।

যদিও এখনো সেনাপ্রধানকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জেলেনস্কির প্রশাসন। তাই জালুঝনিকে এখনো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

তবে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে সিএনএনের প্রতিবেদনে। রাশিয়ার সঙ্গে যুদ্ধকালে এটাই হতে যাচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে সবচেয়ে বড় রদবদল।

জানা যায় বিশেষ বৈঠকে শান্তভাবে জেলেনস্কি জালুঝনিকে সেনাবাহিনীর অন্য পদ গ্রহণের প্রস্তাব করেন। তবে জালুঝনি সেই প্রস্তাবে সায় দেননি। এ বিষয়ে কথা বলতে বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করে সিএনএন। তবে তারা কোনো মন্তব্য করেনি।