মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

গরিবের টাকা আত্মসাৎ করবেন, আবার মামলা করলে দোষ: ইউনূসকে কাদের

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রোববার

সরকার নয় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ।’

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।

চলমান মামলাটি শ্রমিকরা নয় সরকার করেছে বলে আজ দাবি করেছেন ড. ইউনূস। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘যে শ্রমিকদের টাকা উনি (ড. ইউনূস) দেননি, যে শ্রমিকদের উনি বঞ্চিত করেছেন, যারা ক্ষতিগ্রস্ত- যারা বঞ্চিত তারাই তো মামলা করেছে। এটা সবাই জানে। সরকারকে কেন দায়ী করছে?’

তিনি বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ কীসের? মামলা তো করবে, যারা উপেক্ষিত হয়েছে- যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাই মামলা করবে, তারাই মামলা করেছে।’

মামলা শ্রমিকরা করেনি, মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মামলাটা শ্রমিকদেরই। সরকার কোনা মামলা করেনি।’