মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

১২ সিনেটরকে ৩ আইনজীবীর পাল্টা চিঠি

আজকাল রিপোর্ট -ঢাকা প্রতিনিধি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৬ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার


নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ সিনেটরের পাঠানো চিঠি প্রত্যাহার করতে পাল্টা চিঠি দিয়েছেন বাংলাদেশের সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।
আইনজীবীদের পাঠানো ওই চিঠিতে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে এ ধরনের তাগিদপত্র দেওয়া শিষ্টাচারবহির্ভূত ও অভ্যন্তরীণ বিষয়ে অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের শামিল, অসৎ উদ্দেশপ্রণোদিত এবং নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ই-মেইল ও ডাকযোগে সিনেটর রিচার্ড ডারবিন বরাবর চিঠিটি পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল কায়েস খান।
গত ২২ জানুয়ারি রিচার্ড ডারবিনসহ ১২ সিনেটর প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছেÑ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়মবহির্ভূতভাবে বিচারিক প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। অবিলম্বে বিচার কার্যক্রম বন্ধের মাধ্যমে ড. ইউনূসকে হয়রানি বন্ধের তাগিদ দেওয়া হয়েছে।
ওই চিঠির জবাবে তিন আইনজীবী বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন এবং পৃথক। নির্বাহী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো বিচারিক কার্যক্রম বন্ধ বা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না। এছাড়া চলমান বিচারিক কার্যক্রম সম্পর্কে বিবৃতি বা চিঠি প্রদান ন্যায়বিচারের পরিপন্থি।
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শ্রম আইনের অধীনে মামলা করেছে। সেখানে দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কাজেই ১২ জন সিনেটরের পাঠানো চিঠির মর্মার্থ অনুযায়ী তারা দুর্বল শ্রমিকদের বিপক্ষে এবং সবল মালিকদের পক্ষ নিয়েছেন, যা আইএলও কনভেনশনের লঙ্ঘন।
আইনজীবীদের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, একটি দেশের অভ্যন্তরীণ চলমান বিচারিক কার্যক্রম নিয়ে এ ধরনের তাগিদপত্র দেওয়া শিষ্টাচারবহিখর্ভূত এবং অভ্যন্তরীণ বিষয়ে অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের শামিল, অসৎ উদ্দেশপ্রণোদিত এবং নিন্দনীয়। কাজেই প্রধানমন্ত্রীকে দেওয়া পত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো।