আবারও আইসিটি উপদেষ্টা হলেন জয়
ঢাকা প্রতিনিধি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খন্ডকালীন এবং অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এম আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে রুলস অফ বিজনেস, ১৯৯৬ এর ৩ (বি) (১) এর অধীনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী জয় তার দায়িত্ব পালন করবেন।
এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বের উপদেষ্টা পরিষদের পাঁচজনকে নিয়োগ দেওয়া হলেও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়কে তখন নিয়োগ দেওয়া হয়নি।