বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন কি বাইডেন?

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার


 
আজকাল রিপোর্ট -
কোনো একটি দেশের নতুন সরকার গঠনের পর সেই সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। রেওয়াজ অনুযায়ী ইতোমধ্যে ভারত, চীন, রাশিয়া, জাপান, পাকিস্তান নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে। তিনি কি রেওয়াজ অনুযায়ী বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন?
আন্তর্জাতিক মহল ও বাংলাদেশের বিরোধী দলের দাবি অনুযায়ী ‘রাতে ভোট’-খ্যাত ২০১৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ক্ষমতায় এসে জো বাইডেন বাংলাদেশের বর্তমান সরকারের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও অভিনন্দন জানিয়েছিলেন।
এবার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন প্রেসিডেন্ট বাইডেন।   
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র তার বিবৃতিতে ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কথা স্বীকার করে নিয়েছে। তবে তারা ভোটকে সুষ্ঠু বলেনি কারণ সেখানে ভোটারের পছন্দ মতো ভোট দেয়ার মতো বিকল্প প্রার্থী পাওয়া যায়নি। অর্থাৎ বড় দল বিএনপি ভোট বর্জন করেছে। তাই যুক্তরাষ্ট্র বলছে, এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়নি। তবে বিবৃতিতে যুক্তরাষ্ট্র এও বলেছে, ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে। ফলে শেষ নাগাদ প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেও পারে। সেক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, ইইউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।