বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আহত সালাউদ্দিনকে দেখতে হাসপাতালে বাবলা

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ এএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

নির্বাচনের দিন দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদকে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

এ সময় তার সঙ্গে ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে ও হানিফ সর্দারসহ আওয়ামী লীগ ও জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুজন দে জানান, দুই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন বাবলা। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। বাবলা সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় সালাউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন হামলাকারীদের গ্রেফতার করার জন্য বাবলাকে অনুরোধ করেন। সে সময় সালাউদ্দিন আহমদের কাছে আত্মীয়রাও উপস্থিত ছিলেন।