বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

যে আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনই যুক্তরাজ্য প্রবাসী

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে ৫ জনই যুক্তরাজ্য প্রবাসী।

সিলেট-২ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ আসনে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাঙালি বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে ভোটের বাড়তি আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে প্রবাসী ৫ সংসদ সদস্য প্রার্থীর পক্ষে কাজ করতে এ আসনের দুই উপজেলার প্রবাসীরা দেশে আসলেও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনে কাজ করতে সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী দেশে এসেছেন। নির্বাচনের দিন পর্যন্ত আরও অনেক যুক্তরাজ্য প্রবাসী দেশে আসছেন বলেও জানা গেছে।

নির্বাচনে সিলেট-২ আসনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের বর্তমান এমপি উদীয়মান সূর্য প্রতীকের মোকাব্বির খান, বিশ্বনাথ পৌর মেয়র ট্রাক প্রতীকের মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের আব্দুর রব মল্লিক।

সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে সোমবার পর্যন্ত নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, যুক্তরাজ্যের বিভিন্ন সিটির কাউন্সিলর, যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কমিউনিটর সহস্রাধিক নেতা দেশে এসেছেন। দেশে আসা প্রবাসীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে নিজেদের কর্মস্থলে ফিরবেন বলে দেশে আশা একাধিক প্রবাসীদের সঙ্গে আলাপকালে জানা গেছে।

দেশে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল ও যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান বলেন, আমরাসহ ওসমানীনগর ও বিশ্বনাথের প্রায় সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে আসন্ন ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে দেশে এসেছি। নির্বাচন মুহূর্ত পর্যন্ত আরও প্রবাসী দেশে আসবেন।

আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সাধারণ ভোটারের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী আমার পক্ষে নৌকার পক্ষে কাজ করতে দেশে এসেছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, বর্তমান এমপি ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান চৌধুরী, তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক, জাকের পার্টির সায়েদ মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী পৌর মেয়র মুহিবুর রহমান।