মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

দেশ নিয়ে গাইলেন আগুন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রোববার

নতুন বছরে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে  বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তাদের কে এক প্লাটফর্মে নিয়ে আসবার জন্য যাত্রা শুরু হল https://www.listolet.com/US এর। যেখানে বাঙ্গালিরা এক ছাতার নিচে থেকেই খুঁজে পাবে তাদের নিত্ত প্রয়োজনীয় সব কিছু। আর এখানেই রিলিজ পাচ্ছে বাংলাদেশের বিখ্যাত লিজেন্ড আগুন - এর আগুন ধরা এক গান।যে গান প্রবাসী বাঙ্গালির হৃদয় ছুঁয়ে যাবে। এই গানের মধ্যও দিয়ে প্রবাসী বাঙ্গালিরা খুঁজে পাবে নতুন এক বাংলাদেশ কে। যে বাংলাদেশ কে তারা শয়নে স্বপনে বুকের মধ্যে আগলে রাখে।
 
আগুন বলেছেন, আপনার যারা বছরের পর বছর ধরে প্রবাসে অনেক কষ্ট করে সমস্ত কিছু ত্যাগ করে, পরিবার পরিজন ছেড়ে হাসিমুখে দেশের জন্য পরিশ্রম করছেন , আপনাদের এই বিসর্জন কোনও কিছু দিয়ে শোধ করা যাবে না। আপনাদের আনন্দ দেবার জন্য , আপনাদের সামান্য কিছু বিনোদন দেবার জন্য এই গান। আমি বিশ্বাস করি এই গান আপনাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আপনাদের মধ্যে দেশের প্রতি ভালবাসার টান নতুন করে ধরা দেবে। আপনার হয়তো দুরে থাকবেন কিন্তু বুকের মধ্যে ধারণ করবেন বাংলাদেশ কে। ফিরে আসার টানে এগিয়ে যাবেন জীবন যুদ্ধে।
 
আগুন আরও বলেন - আমি যখন এই গান করি দেশকে দেখেছি আপনাদের চোখে , আপনার কিভাবে ভাবেন দেশকে কে নিয়ে , কি চেতনা ধারণ করেন দেশের জন্য ? যেন বাংলাদেশ কে সৃষ্টি করেছি নতুন করে। সবকিছু ভেবেই আমাদের সকল পরিশ্রম সার্থক হবে যখন আপনাদের ভালবাসায় গানটি স্থান করে নেবে। গানটি সুর করেছেন রুমন হায়াত, লিখেছেন সারওয়ার হাবিব।  
 
গানটি শুনতে ভিসিট করুন https://www.listolet.com/US । অথবা ওপরে থাকা QR কোড টিতে ক্লিক করেও শুনতে পারেন । এছাড়াও লিসটুলেট ফেসবুক পেইজ , ইউটিউব চ্যানেলে, স্পটিফাই তেও গানটি থাকছে। যেখানে আপনারা শুধু এই গানই না , সাথে – বিদেশের মাটিতে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছুই একসাথে পেয়ে যাবেন।শেষেআগুন ভাই যোগ করেছেন এই বলে - আপনাদের শ্রমের ফসলে আমাদের এই ছোট্ট দেশটা এগিয়ে যাচ্ছে।আসলেই এগিয়ে যাচ্ছে।