সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

আবেদন পর্যালোচনা পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে ঝাও’কে

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের সাবেক সিইও চ্যাংপেং ঝাও’কে আপাতত যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হবে – এমনই সিদ্ধান্ত দিয়েছেন মামলার বিচারক।

সোমবারের এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের অর্থ পাচার বিরোধী আইনের অধীনে আদালতে অপরাধের দায় স্বীকার করেন ঝাও। এর ভিত্তিতে ফেব্রুয়ারিতে তার  অপরাধের সাজা ঘোষণা করবে আদালত।

রয়টার্স বলছে, ওই রায়ের আগেই সিয়াটলের আদালত সিদ্ধান্ত নেবে ফেব্রুয়ারির রায়ের আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন, না কি সংযুক্ত আরব আমিরাতে নিজ পরিবারের সঙ্গে ‘দেখা করে আসার’ ফিরে সুযোগ পাবেন।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের লেনদেনে  অর্থ পাচার বিরোধী অনুশীলন জেনেশুনে এড়িয়ে যাওয়ার অভিযোগে গত সপ্তাহে কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়ান সংযুক্ত আরব আমিরাত ও কানাডার দ্বৈত নাগরিক ঝাও।