চারজনের চূড়ান্ত
মনোনয়ন প্রত্যাশী আমলাদের হিড়িক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৩৬ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার
ঢাকা প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী এবং রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এবারের আওয়ামী লীগের মনোনয়নযুদ্ধে প্রায় ৩ হাজার ৩০০ জন অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ৪০০ জন আমলা রয়েছেন বলে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে। ৩৯৬ জন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। তবে, এদের মধ্যে শেষ পর্যন্ত কতজন মনোনয়ন পাবেন সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলছেন যে, মনোনয়ন চূড়ান্ত করার এখতিয়ার সভাপতি এবং মনোনয়ন বোর্ডের। কাজেই কে মনোনয়ন পাবে না পাবে তার সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতির ওপর। তবে, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য অন্তত চারজন সাবেক আমলা সবুজ সংকেত পেয়েছেন।
এদের মধ্যে রয়েছেনÑ প্রধানমন্ত্রী সাবেক মূখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ। তিনি জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন যা মোটামুটি নিশ্চিত। ইতোমধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জামালপুরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিয়েছেন। তার মনোনয়নও মোটামুটি নিশ্চিত।
নেত্রকোনা থেকে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সচিব সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কিছুদিন আগে উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তার মনোনয়ন নিয়ে কোন রকম প্রশ্ন নেই। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীক পাচ্ছেন, এটাও মোটামুটি নিশ্চিত। তাকেও ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
এছাড়াও সাবেক শিক্ষা সচিব এবং পিএসসির সাবেক চেয়ারম্যান সাদিক সুনামগঞ্জের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সবুজ সংকেত পেয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আওয়ামী লীগে হাই কমান্ড থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং ৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন নাসিম চৌধুরী। তবে, আলাউদ্দিন নাসিম চৌধুরী আমলা কোটায় মনোনয়ন পাচ্ছেন না বলে রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন। কারণ, চাকরি ছেড়েছেন বহু আগে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছিলেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবেই তিনি পরিচিত। তাকে আমলা কোটায় মনোনয়নপ্রার্থী মনে করার কোন কারণ নেই বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এছাড়াও আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১০ জন অপেক্ষমান রয়েছেন বলে জানা গেছে। তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছেন যে, এবার নির্বাচনে এক ডজন সচিব মনোনয়নের জন্য লড়াই করছেন। তবে, শেষ পর্যন্ত সচিব বা সরকারি কর্মকর্তা বিচারে নয় জনপ্রিয়তার বিচারেই মনোনয়ন দেওয়া হবে।