বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

যুক্তরাষ্ট্রের ৮ নেতা মনোনয়ন প্রত্যাশী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৩১ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

দলে দলে ঢাকায় যাচ্ছেন আ. লীগ নেতারা  

        
     
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্তত আটজন নেতার কথা জানা গেছে যারা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এরা সবাই দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন এবং তা জমা দিয়েছেন।
প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল ও অবরোধের মধ্যেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাসক দল আওয়ামী লীগে এখন চলছে ভোটের হাওয়া।  এ হাওয়া থেকে মুক্ত নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতাই সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন। এদের অনেকেই এখন বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ভার্জিনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন, আতাউর রহমান শামীম ও মিশিগানের মোহাম্মদ জাবেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নামে তার একজন আত্মীয় মনোনয়নপত্র কিনে তা জমা দিয়েছেন বলে জনাব রহমান জানিয়েছেন। তিনি এই প্রতিবেদককে বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি) আসন থেকে নির্বাচন করবেন। ডা. মাসুদুল হাসান সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ জামালপুর-৪ আসন থেকে লড়তে চান। তিনি গত এক বছর ধরে এলাকায় গণসংযোগ করছেন। যুবলীগ নেতা শেখ জামাল হোসেন মনোনয়ন চেয়েছেন হবিগঞ্জ-১ আসন থেকে। নিউইয়র্ক মহানগর আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীম। গত ২ বছর ধরে অবশ্য তিনি বাংলাদেশেই ঘাঁটি গেড়ে রয়েছেন, যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করেন। এছাড়াও নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের সভাপতি এমদাদ চৌধুরী বাংলাদেশে অবস্থান করছেন। তার ভাই আলমগীর চৌধুরী হবিগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অনেকেই বাংলাদেশে গিয়েছেন। দলে দলে আরও নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।