বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

২০১৯ সালকে স্বাগত জানিয়ে গুগল ডুডল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নববর্ষ উদযাপন উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে একটি নতুন মজার ডুডল তৈরি করেছে।

এনিমেটেড ডুডলটিতে দু’টি বাচ্চা হাতির বাচ্চাকে নানা রঙের বেলুন নিয়ে খেলতে দেখা যাচ্ছে। ডান দিকের হাতিটি পপকর্ণ খাচ্ছে। দু’টির মাথায় রঙিন টুপি পড়ে রয়েছে।

হাতি দু’টির মাথার ওপর দড়ি দিয়ে টাঙানো নানা রঙের কাগজ দিয়ে লেখা রয়েছে গুগল। এর মাঝে আছে ছোট্ট একটি ঘড়ি। যাতে সময় দেয়া রাত ১২টা।

 

ডুডলটিতে ক্লিক করতে দেখা যাবে, হাতি দুটি ২০১৯ সালের আগমন উদযাপন করছে।

প্রতিটি উৎসবেই নতুন নতুন ডুডল তৈরি করে গুগল।