প্রযুক্তি দুনিয়ার নতুন বছর, যে চমক আসছে...
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নতুন বছরের প্রথম দিন আজ। বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য ২০১৮ একটি আলোচিত বছর, সেই ধারাবাহিকতায় ২০১৯হতে যাচ্ছে আরো বেশি সমৃদ্ধ। গতবছরই সেই আভাসটা পাওয়া গেছে। তবে বছরের পুরো চমকটা দেখতে অপেক্ষা করতে হবে পুরো বারোটি মাস। তবে মোবাইল ডিভাইসের মেকানিক্যাল স্লাইডার এবং দ্রুতগতির ডিসপ্লে, ফাইভ-জি নেটওয়ার্ক প্রযুক্তি ও স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ অনেক কিছুই বৈশ্বিক প্রযুক্তি খাতে চমক সৃষ্টি করবে তা জানা গেল বছরের প্রথমেই। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক-
ফাইভজি
কয়েক বছর ধরেই পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভ-জি উন্নয়নে কার্যক্রম চলছে। চলতি বছর দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। বলা হচ্ছে, বিদ্যমান ফোর-জি নেটওয়ার্কের চেয়ে ফাইভ-জিতে শতগুণ দ্রুতগতির সেবা মিলবে। ফাইভ-জি’র পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হলে অপটিক ফাইবার কেবল সংযোগের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
৯০ ও ১২০ হার্টজ ডিসপ্লে
ডিভাইস ব্যবহারকারীরা ডিসপ্লের জন্য আদর্শ রিফ্রেশ রেট হলো ৬০ হার্টজ। অর্থাৎ কেউ যখন স্মার্টফোন ডিসপ্লেতে কোনো ছবি দেখেন, তখন এই আদর্শ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্রতি সেকেন্ডে ৬০ বার ওই ছবিকে রিফ্রেশ করে। কাজেই রিফ্রেশ রেট বাড়ানো হলে মোবাইল ডিভাইসে কোনো চলমান কনটেন্ট দেখার সময় ঝাপসাভাব দূর করবে। এর ফলে ডিসপ্লের গতি বাড়বে। ৯০ কিংবা ১২০ হার্টজের ডিসপ্লে ব্যবহার করলে কেউ আগের স্ট্যান্ডার্ডে ফিরে যেতে চাইবেন না। চলতি বছরই দ্রুত রিফ্রেশ রেটের ডিসপ্লে সংবলিত হ্যান্ডসেট বাজারে মিলবে।
ওয়াটারড্রপ নচ
স্মার্টফোন বাজারে নতুন চমক হলো-নচ। গতবছর অনেকগুলো কোম্পানী তাদের ফোনে নচ সমাদৃত করে। কিন্তু ওয়াটারড্রপ নচ-এর ব্যবহার দেখা যায়নি গতবছর। ধারণা করা হচ্ছে, এবছরই ওয়াটারড্রপ নচ ব্যবহার করবে হুয়াওয়ে, ভিভো ও অপোর মতো কোম্পানীগুলো। নচ ডিসপ্লের সুবিধা হলো— ডিভাইস ডিসপ্লের উপরের অংশের মাঝ বরাবর খুব অল্প জায়গার মধ্যে ক্যামেরা, ইয়ারপিস, প্রোক্সিমিটি ও অ্যামবিয়েন্ট লাইট সেন্সর অন্তর্ভুক্ত করা হয়।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট
ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস-একটি পরিবারের একাধিক সদস্যের ভয়েস কমান্ড শনাক্তের সক্ষমতা অর্জন করবে। এর ফলে একেক জনের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস। চলতি বছর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোনের পাশাপাশি সব ধরনের প্রযুক্তিপণ্যে ছড়িয়ে পড়বে।
ব্যাটারি ও চার্জিং
গত বছর ওয়ানপ্লাস ড্যাশ চার্জ প্রযুক্তি দারুণ সাড়া ফেলেছে। এ প্রযুক্তিসংবলিত হ্যান্ডসেটের ব্যাটারি ৩৫ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হয়। ডিভাইসে ব্যাটারির সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে এবং দ্রুত চার্জিং প্রযুক্তি আরো উন্নত হবে। গত বছর সব ধরনের মোবাইল ডিভাইসেই শক্তিশালী ব্যাটারির দেখা মিলেছে। একই সঙ্গে ডিভাইস ব্যাটারি উত্তপ্ত হওয়ার যে সমস্যা, তার স্থায়ী সমাধান মিলতে পারে।
সর্বত্রই বায়োমেট্রিক!
মোবাইল ডিভাইস আনলকের জন্য এখন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক প্রযুক্তি সর্বত্রই ব্যবহার হচ্ছে, যা পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি প্যাটার্নের চেয়ে কার্যকর। আইফোন টেন দিয়ে অ্যাপল প্রযুক্তি বিশ্বের সামনে প্রথম ফেস আনলক সিস্টেম উন্মোচন করেছে, যা ফেস আইডি প্রযুক্তি নামেও পরিচিত। চলতি বছর পাসওয়ার্ড, সিকিউরিটি প্যাটার্ন ও ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি প্রযুক্তি আবেদন হারাবে এবং ফেস আইডি প্রযুক্তি ব্যাপক পরিসরে ব্যবহার হবে।