বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

অভিযোগ অস্বীকার আ. লীগ নেতার

হাসকে হত্যার হুমকি!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৪ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার



 
আজকাল রিপোর্ট

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘হত্যার হুমকি’ দিয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা ফরিদুল আলম। তবে বিষয়টি অস্বীকার করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত কয়েকদিন আগে কক্সবাজারের মহেশখালী দ্বীপের এক আওয়ামী লীগ নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাঁকে পিটার হাসকে নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায়।
কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়িতে গত ৯ নভেম্বর এক সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম বক্তব্য দেন। এর বেশ কয়েক দিন পর তাঁর বক্তব্য নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পিটার হাসকে নিয়ে অষ্পষ্টভাবে ফরিদুল আলমকে আপত্তিকর কথা বলতে ও হত্যার হুমকি দিতে শোনা যায়।
ভিডিওটি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওতে প্রচারিত বক্তব্যটি আমি সেই সভায় দিইনি। এটা একটি এডিটেড ভিডিও।
আমি বলেছি, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।’ এ ছাড়া ফরিদুল আলম দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। একজন রাষ্ট্রদূতকে নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ার পশ্নই ওঠে না। দ্বীপে থাকা রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষরা তাঁর বক্তব্য এডিট করে সভা অনুষ্ঠিত হওয়ার অনেক পরে এগুলো হয়তো ছড়িয়েছে। সেই ভিডিও তিনি শুনেননি বলেও জানিয়েছেন।
ওই সভায় উপস্থিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘গত ৯ নভেম্বর ফরিদুল আমার উপস্থিতিতে ওই সভায় বক্তব্য দিয়েছেন। কিন্তু কোনো রাষ্ট্রদূতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কথা আপনি (প্রতিবেদক) বলার আগমুহূর্ত পর্যন্ত কেউই আমাকে জানায়নি। এমনকি একজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে তৃণমূলের একজন নেতা কোনো রাষ্ট্রদূতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিলে আমি তাঁকে সেখানেই শায়েস্তা করতাম।’ ৯ নভেম্বরের সভায় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ফরিদুল আলমকে অষ্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতিহাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে, তাঁকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস বদমাইশ।’