গুগল ট্রেন্ডিং সার্চের শীর্ষে খালেদা জিয়া ও হিরো আলম!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

গুগলে এ বছর বাংলাদেশের মানুষ স্বদেশী যে ব্যক্তিত্বদের সবচেয়ে বেশি সার্চ করেছেন, তাদের মধ্যে শীর্ষে রয়েছেন দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত বগুড়ার কেবল ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে সার্চ ট্রেন্ড দেখানো হয়েছে। বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে তা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দিয়েছে। সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে ৯ নম্বরে জায়গা পেয়েছেন খালেদা জিয়া, আর হিরো আলম আছেন ১০ নম্বরে।
বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। তালিকায় ২ নম্বরে আছেন চোখ মেরে ভাইরাল হওয়া ভারতের নবাগত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ৩ নম্বরে আছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। ৪ ও ৫ নম্বরে আছেন নীল ছবির তারকা মিয়া খলিফা (যুক্তরাষ্ট্র) ও সানি লিওন (ভারত)। ৬ নম্বরে ফ্রান্সের ফুটবল সেনশেসন কিলিয়ান এমবাপ্পে। এরপর আছেন নীল ছবির আরেক তারকা মিয়া মালকোভা। তালিকায় ৮ নম্বরে আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কার বর নিক জোনাস।
বাংলাদেশ থেকে এ বছর শীর্ষ ১০টি সার্চের মধ্যে রয়েছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।
২০১৮ সালে বাংলাদেশ থেকে সার্চ হওয়া শীর্ষ ১০টি মুভি হচ্ছে ‘থাগস অব হিন্দুস্তান’, ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘বাগি ২’, ‘সাঞ্জু’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘দ্য নান’, ‘হেট স্টোরি ৪’ ও ‘ভেনম’।
এ বছর বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি গুগলে খুঁজেছে, সেগুলো হলো- ওয়ার্ল্ড কাপ, এভিসি, ম্যাকমিলার, স্ট্যানলি ও ব্ল্যাক প্যান্থার। শীর্ষ পাঁচ খবরের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড কাপ, হারিকেন ফ্লোরেন্স, মেগা মিলিয়নস রেজাল্ট, রয়্যাল ওয়েডিং ও ইলেকশন রেজাল্টস। শীর্ষ পাঁচ ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছে মেগান মার্কেলের নাম। এরপর রয়েছেন ডেমি লোভাটো, সিলভেস্টার স্ট্যালোন, লগান পল ও কোহল কার্দাশিয়ান।