বিশেষ কোন তিন জিনিস চাইলেন মিমি?
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমান সময়ে কলকাতার যেজন প্রথম সারির অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম মিমি। শুধু কলকাতাতেই নয় বাংলাদশেও রয়েছে তার জনপ্রিয়তা। এ অভিনেত্রী বছরের প্রথম দিনে ভক্ত অনুরাগীদের কাছে বিশেষ তিনটি জিনিস চেয়েছেন। কি সেই বিশেষ তিনটি জিনিস?
মিমি বছরের প্রথম দিনটি প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেশনে ব্যস্ত। তবে এর মধ্যেই ভক্ত অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতে ভুল করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক ভিডিও বার্তা দিয়েছেন ভক্তদের শুভেচ্ছে জানিয়ে। এতে তিনি যে তিনটি বিশেষ জিনিস ভক্তদের কাছ থেকে চেয়েছেন তা হচ্ছে- শান্তি, ভালবাসা এবং হাসি। সবাই এই তিনটি জিনিস নিয়ে সেলিব্রেট করুক বছরের প্রথম দিনটি, এমনটি তিনি চান।
একই সঙ্গে নিজের জীবনেও শান্তি, ভালবাসা এবং হাসি আরো বেশি করে নিয়ে আসতে চান এ অভিনেত্রী। গেল বছর মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর। ‘ভিলেন’, ‘ক্রিসক্রস’ এবং ‘টোটাল দাদাগিরি’। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ মিমির অভিনয় পছন্দ করেছিলেন দর্শকদের একটা বড় অংশ। ২০১৯সালে এ নায়িকার নতুন আর কোন কোন ছবি মুক্তির তালিকায় যুক্ত হবে সে দিকেই তাকিয়ে আছেন মিমি ভক্তরা।
ক্যারিয়ার শুরুতে মডেলিং করলেও বড় পর্দায় মিমির অভিষেক হয় 'চ্যাম্পিয়ন' ছবির মাধ্যমে। আর নায়িকা হিসেবে তাকে প্রথম দেখা গেছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'বাপি বাড়ি যা' চলচ্চিত্রের মধ্য দিয়ে। মিমির জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে- 'বোঝেনা সে বোঝেনা', 'যোদ্ধা-দ্য ওয়ারিয়র', 'জামাই ৪২০', 'শুধু তোমারই জন্য', 'কেলোর কীর্তি', 'গ্যাংস্টার' ও 'টোটাল দাদাগিরি।
