ফারিয়ার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে গেছে!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
কিছু দিন আগে ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে শবনম ফারিয়ার। বেশ কয়েক বছর ধরে দাপটের সঙ্গে ছোট পর্দায় অভিনয় করলেও অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবি দিয়ে বড় পর্দায় আগমন তার। ছবিতে তার অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছে। এটি নেহাতই ছোট প্রাপ্তি নয়। কিন্তু তার প্রাপ্তির হালখাতায় যোগ হয়েছে এর চেয়ে বড় সুসংবাদ। তা হলো এই লাস্যময়ী অভিনেত্রী গেলো বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
পুরানো দিনের হিসেব কষে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রকাশ করেছেন গেল বছরের ব্যক্তি জীবনের সালতামামি। এ থেকে বাদ যাননি ফারিয়া। সেইসঙ্গে বছরের শেষ দিনে এসে নিজের জন্য ও নিজের সংসারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে ছিল মন খারাপ আর অভিমানের সুরও। ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা এই বছরই ঘটে গেছে জীবনে, আপনারা যাকে ‘বিবাহ’ বলে থাকেন। এই বছর সবার কাছে একটাই চাওয়া, দোয়া করবেন আমার জন্য আল্লাহ্তালা যাতে আমার ধৈর্যশীলতা বাড়ায় দেয়।
শবনম ফারিয়া আরো লিখেছেন, কেউ অনবরত মিথ্যা বলছে বুঝেও যেন চুপ করে থাকতে পারি। কেউ আমার সঙ্গে অন্যায় করছে, সেইটা দেখেও যাতে না দেখার ভান করে থাকতে পারি। কারো বেইমানি দেখেও যেন শুনেও না শুনার ভান করে থাকতো পারি। কেউ অসন্মান করছে বুঝেও যেন না বুঝার ভান করে থাকতে পারি। স প্রকার বোধশক্তি লোপ না পাইলে সম্ভবত সংসার করা যাবে না, আর অন্যের সমস্যার জন্য করা না গেলেও আপনারা বলবেন ‘মিডিয়ার মেয়ে এদের আবার বিয়ে টিকে নাকি’ প্লিজ একটু দোয়া করবেন যাতে সামনের বছর সকল ইন্দ্রিয়র বোধ ক্ষমতা লোপ পায়।
ফারিয়া এই লেখা পড়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। তার সুখী জীবন কামনা করে শুভকমনা জানিয়েছেন তার ভক্ত শোভাকাঙ্খিরা। সব মিলিয়ে নতুন বছরটা বেশ খোশ মেজাজেই শুরু করেছেন এই অভিনেত্রী। ১ জানুয়ারি ২০১৯ স্বামীর সঙ্গে নিজের বিয়ের মেহেদী সন্ধ্যার ছবি পোস্ট করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশিদ অপুর অঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয়। এরপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। তিন বছর ধরে তাদের দুজনের বন্ধুত্ব। একটা সময় তারা দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। অপু-ফারিয়ার সম্পর্ক তাদের দুই পরিবার জানলে এতে পূর্ণ সমর্থন দেন।
ডেইলি বাংলাদেশ/এনএ/এসআই
