শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

দুই বছর পর আবারো নোভা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছোট পর্দার প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। তার রূপ-সৌন্দর্যের গুণে খুব স্বল্পসময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে সবার নজর কেড়ে নিয়েছেন। অভিনয়ের ষোলো কলা রপ্ত করে তিনি প্রতিনিয়ত এগিয়ে চলছেন। দুই বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এ মডেল-অভিনেত্রী। সাবরিনা আইরিনের পরিচালনায় একটি প্রসাধনী পণ্যের এ বিজ্ঞাপনটির এরইমধ্যে প্রচার শুরু।

বিজ্ঞাপনটির বিষয়ে নোভা বলেন, নাটকে অভিনয়ের পাশাপাশি অনেক আগে থেকে বিজ্ঞাপনেও কাজ করে যাচ্ছি। তবে বিজ্ঞাপনে তুলনামূলক কম কাজ করা হয়। গল্প পছন্দ হওয়ায় কিছুদিন আগে এ নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। তাছাড়া চাকুরি নিয়ে ব্যবস্তার কারনে সেভাবে সময়ও মিলছে না। তবে ভালো গল্প পেলে সব সময় বিজ্ঞাপনে দেখা যাবে। প্রচারে আসার পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

সর্বশেষ ২০১৭ সালের জানুয়ারিতে বিজ্ঞাপনে কাজ করেন নোভা। অন্যদিকে নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত ‘পাগলা হাওয়া’, ‘ভালোবাসা কারে কয়’ ‘দ্য জেনারেশন’ নামে তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এছাড়া একটি রূপ সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।