ভাঙছে নান্সির দ্বিতীয় সংসার!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সালটা ২০০৬। ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে দেশীয় সংগীতাঙ্গনে আবির্ভাব হয় সুকণ্ঠী গায়িকা ন্যান্সির। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এগিয়ে গেছে ঝড়ের বেগে। পেয়েছে জনপ্রিয়তা। ২০০৯ সালে প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশ পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ গায়িকা ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ভালোবাসার সংসারে আলোকিত করে আসে কন্যা রোদেলা। সব মিলিয়ে সুখেই কাটছিল তাদের সংসার জীবন। গানেও নিয়মিত ছিলেন ন্যান্সি। কিন্তু সুখের ঘরে যেন হঠাৎ বিষাদের কালো ছায়া। গুঞ্জন ওঠে তাদের সংসার ভাঙনের। এরপর ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন এ কণ্ঠশিল্পী।
বিচ্ছেদের পর মাত্র ১০ মাস একা ছিলেন ন্যান্সি। ভাঙতে দেরি হলেও নতুন সংসার গড়তে বেশি সময় নেননি ন্যান্সি। ২০১৩ সালের ৪ মার্চ আবারো বিয়ে করেন ন্যান্সি। স্বামী নাজিমুজ্জামান জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করেন, সঙ্গে ব্যবসাও। এ সংসার আলোকিত করে আসে কন্যা সন্তান নায়লা।
ন্যান্সির আগের সংসারের স্থায়িত্বকাল অর্ধ যুগ, এবারও মনে হয় একই পথে এগোচ্ছে দ্বিতীয় সংসারের মেয়াদকাল। নতুন বছর শুরুতেই আবারো শোবিজের বাতাশে ভেসে আসছে ন্যান্সির দ্বিতীয় সংসারের ভাঙনের সুর। গত দুই মাস ধরেই নাকি তারা আলাদা থাকছেন।
ন্যান্সিও জানিয়েছেন, এই মুহূর্তে সে ময়মনসিংহে থাকলেও জায়েদের সঙ্গে থাকছেন না গত দুই মাস যাবৎ। কিছুদিন আগে অষ্ট্রেলিয়া সফর শেষে দেশে আসার পর থেকেই নাকি আলাদা থাকছেন তারা। আলাদা থাকার পরও নাকি তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে।
এদিকে ন্যান্সির বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সঙ্গে আর জায়েদের সঙ্গে ছোট মেয়ে নায়লা থাকছেন বলেও জানা গেছে। তবে কেনো হঠাৎ এমন সিদ্ধান্ত, সে বিষয়ে মুখ খুলেননি ন্যান্সি।
