মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

সোমবার ডিএমপির সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে কমিশনার এ ঘোষণা দেন।

হাবিবুর রহমান বলেন, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন।

পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।’ এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান কমিশনার।