‘বাইডেন-ট্রাম্প ডায়ালগ করলে আমিও করব’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৬ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
ঢাকা অফিস -
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসলে তিনিও বিএনপির সঙ্গে সংলাপে বসবেন। সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা।
সম্প্রতি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির সঙ্গে শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা খুন করছে তাদের সঙ্গে ডায়ালগ করতে বলে, ট্রাম্প সাহেবের সঙ্গে কী বাইডেন ডায়লগ করছেন? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমিও ডায়ালগ করব।’
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর পিটার হাস আশা প্রকাশ করেন, চলমান রাজনৈতিক উত্তেজনা এড়াতে ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ বের করতে সব পক্ষই শর্তবিহীন সংলাপে অংশ নেবে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিভিন্ন সহিংসতার ঘটনায়, বিশেষ করে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মারার ঘটনায় হাসের চুপ থাকা নিয়ে প্রশ্ন করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তিনি (হাস) পুলিশ হত্যার ব্যাপারে বিচার চাইলেন না কেন? খুনিদের সঙ্গে আবার কিসের বৈঠক? কিসের আলোচনা? সে বসে ডিনার খাক, সে-ই বসে ডায়ালগ করুক। এটা আমাদের দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, এ কথা তার মনে রাখা উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ খুনিদের সঙ্গে কোনো সংলাপ চায় না। এটাই বাংলাদেশ। দেশের মানুষও খুনিদের সঙ্গে সংলাপ চায় না।’ তিনি জানান, বাংলাদেশে নির্বাচন হবে এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আসন্ন নির্বাচন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে এবং সময় মতো হবে। কে চোখ রাঙাল কে চোখ বাঁকাল তার পরোয়া আমি করি না।’ বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের মতো সহিংসতা চালিয়ে নির্বাচন আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এভাবে (সহিংসতার মাধ্যমে) তারা নির্বাচন ঠেকাতে পারবে না। ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচন তারা ঠেকাতে পারেনি। এবারও তারা তা করতে পারবে না। ইনশাল্লাহ যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শেখ হাসিনা জোর দিয়ে বলেন, যারা বাস পুড়িয়েছে, পিটিয়ে মানুষ আহত করেছে, পুলিশ হত্যা করেছে তাদের চিহ্নিত করা হবে, গ্রেপ্তার করা হবে এবং শাস্তি দেয়া হবে।
